প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২১, ৭:৩৯ পূর্বাহ্ণ
শহীদ মিনারের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহীদ মিনারের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নবজাতকটির বয়স এক দিন হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি কাপড়ের ব্যাগে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা এ ব্যাগ শহীদ মিনার এলাকায় রেখে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Copyright@2023 Bijly Barta. All rights reserved.