প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ৬:২৩ পূর্বাহ্ণ
রায়পুরা পৌরসভা বাসীর নিকট দোয়া ও সহযোগীতা কামনা করলেন ছাত্রনেতা ও তারুণ্য সমাজের অহংকার মেহেদী হাসান (রাজীব)

শফিকুল ইসলাম (রায়পুরা প্রতিনিধি) :
আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী তরুণ,সৎ,মেধাবী,গরীব-অসহায় মানুষে সঙ্গী,বেকারযুবকদের সুপথ প্রদর্শক ও ন্যায়বিচারক যোগ্য তারুণ্য ছাত্রনেতা , উক্ত নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ড বাসির নিকট দোয়া প্রার্থনা করেন।বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে একজন ন্যায়বিচারক তারুণ্য ছাত্রনেতা ছাড়া কোন বিকল্প নেই।এছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করার বিপ্লবী উদ্যোগ নিতে কেবল একজন তরুণ, মেধাবী, ন্যায়বিচারক সমাজের অহংকার ছাত্রনেতার পক্ষে নেওয়া সম্ভব। এর ধারাবাহিকতায় আসন্ন পৌরসভার নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন বর্তমান সমাজের অহংকারী ছাত্রনেতা মেহেদী হাসান (রাজীব)। এই প্রসঙ্গে রায়পুরা পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী সমাজের তারুণ্য অহংকার ছাত্রনেতা মেহেদী হাসান(রাজীব) বলেন,বর্তমান সময়ে করোনা পরিস্থিতির এক মর্মান্তিক ভয়াবহতার পর সমগ্র দেশ যখন থমকে দাড়িঁয়ে ঠিক তখনই আসন্ন পৌর নির্বাচন।আমার এলাকাটিতেই অনেক মানুষ বিভিন্ন সমস্যায় জর্জড়িত এবং বিশেষ করে তরুণ সমাজ ধ্বংসে মুখে।আমি ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি,ততটুক সাহায্য -সহযোগীতার চেষ্টা করেছি।আর সকলের পাশে দাড়িঁয়ে সহযোগীতা এবং আমার এলাকাটির উন্নয়ন করার একরাশ ইচ্ছা মনে।তারঁই ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদী ও ব্যাপকভাবে অসহায় ও সর্বস্তরের মানুষের পাশে দাড়াঁনোর জন্য আসন্ন পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সকলের নিকট সহযোগীতা ও দোয়া কামনা করছি।
Copyright@2023 Bijly Barta. All rights reserved.