শফিকুল ইসলাম,রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর আসন্ন মির্জাচর ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসেবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করলেন ইউপির সফল জননন্দিত চেয়ারম্যান ও সংগ্রামী সফল সভাপতি আওয়ামী যুবলীগ ইউপি,মোঃ জাফর ইকবাল মানিক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির পিতা শেখ মুজিবুরের স্বপ্ন পূরণে আর্দশ বুকে ধারণে ধারাবাহিকতায় ইউপির প্রতিটি ওয়ার্ডে রাস্তা ও বাত্তি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ করেন। তাছাড়া জননন্দিত সফল চেয়ারম্যান গরীব-অসহায় ও সংখ্যালঘু হিন্দু মানুষে সুখেদুঃখে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন।জননন্দিত সফল চেয়ারম্যান আরও বলেন আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান হলে ইউপি বাসীকে একটি সুদর্শন আধুনিক মডেল ইউপি তৈরী করতে অসমাপ্তি কার্য সম্পাদান করতে চান।এছাড়াও জননন্দিত সফল চেয়ারম্যান বৈশ্বিক করোনা এক মর্মান্তিক ভয়াবহতার সমগ্র দেশ যখন ধমকে দাড়িঁয়ে ঠিক তখন তার ব্যক্তিগতভাবে গরীব-অসহায় মানুষে পাশে আর্থিক সাহায্য -সহযোগীতা করেন।তাঁরই ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদী ও ব্যাপকভাবে অসহায় ও সর্বস্তরের মানুষের পাশে পুনরায় দাড়াঁনোর জন্য আসন্ন মির্জাচর ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সকলের নিকট সহযোগীতা ও দোয়া কামনা করছি।