রায়পুরা প্রতিনিধি (শফিকুল ইসলাম) ::
নরসিংদীর আসন্ন শ্রীনগর ইউপি নির্বাচনে একমাত্র নৌকার মাঝি হওয়ার যোগ্য সাবেক সফল চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রায়পুরা উপজেলা ছাত্রলীগ,দূঃসময়ের আ'লীগ ত্যাগী পরিবারের সাবেক সফল চেয়ারম্যান বলেন,বড় দাদা মরহুম আলহাজ্ব মোমরাজ খাঁন শ্রীনগর ইউপি আ'লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তখনকার প্রেসিডেন্ট শ্রীনগর ইউপি একাধিক বার এবং তার ছোট দাদা সাবেক সফল চেয়ারম্যান মরহুম আমানত খাঁন। পরর্বতীতে সাবেক সফল চেয়ারম্যান তার বাবা মরহুম রেজাউল করিম খাঁন বাচ্চু,উপজেলা আ'লীগের দূঃসময়ের ত্যাগী নেতা ছিলেন।সাবেক সফল চেয়ারম্যানের সহধর্মিণী এবং রিয়াজ মোর্শেদ খাঁন রাসেল সাবেক সফল চেয়ারম্যানের মাতা মনোয়ারা খানম ইউপি আ'লীগের সহ-সভাপতি ছিলেন। তৎকালীন জোট সরকারে আমলে ২০০৩ সালে আ'লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।রিয়াজ মোর্শেদ খাঁন রাসেল ২০১১ ইং সালে আ'লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন এবং ২০১৬ সালে আ'লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।সেই পরিপ্রেক্ষিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা শেখ মুজিবুরের আর্দশ তারঁ পূর্বপুরুষগণ বুকে আঁকড়েছিল।তাঁরই ধারাবাহিকতায় জাতির পিতা একজন মুজিবসৈনিক হিসেবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার আহবান করেন। ইউপি বাসীকে বঙ্গবন্ধুর স্বপ্নিল উপহার দিতে অসমাপ্তিকে সমাপ্তি করার অঙ্গীকার শপথ করেন।সাবেক সফল চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন বলেন,পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ইউপিকে ঘুষ,দূর্নীতি,মাদক ও টেঁটাযুদ্ধমুক্ত এবং সুশীল সমাজ গড়ার লক্ষ্যে সবাই মিলে একসাথে কাজ করব।এইরকম আশ্বাস ব্যক্ত প্রত্যয় করেন। তাছাড়া নদী ভাঙ্গন কবলে থেকে রক্ষার্থে নদী শাসন করতে যা যা দরকার সকলে মিলে কাজ করব।দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়াও লক্ষ্যে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার ব্যক্ত জানান।