রায়পুরা প্রতিনিধি (শফিকুল ইসলাম)::
নরসিংদীর আসন্ন মহেশপুর ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসেবে মানবিক গুনাবলিতে অনন্য এক ব্যক্তিত্বের নাম জননন্দিত সফল চেয়ারম্যান আঃরউফ । তার লক্ষ্য মানুষের কল্যান সুনিশ্চিত করা। শান্তি প্রতিষ্ঠা করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কে বুকে লালন করে জননন্দিত সফল চেয়ারম্যান আঃ রউফ স্বপ্ন দেখেন আসন্ন মহেশপুর ইউপি সোনার বাংলার অংশ হিসেবে সুপ্রতিষ্ঠত করা। তাই ব্যক্তিগত দুঃখ-কষ্ট-বেদনা ভুলে গিয়ে সবাইকে নিয়ে আসন্ন মহেশপুর ইউপিবাসী মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান। আর সে কারনেই তিনি অন্যতম প্রভাবশালী, সৎসাহসী,দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞাবান জনপ্রিয় নেতা।মহেশপুর ইউপিবাসী দেওয়া স্বীকৃত বৈষম্য হীন সমাজ প্রতিষ্ঠা ও মানবতার নায়ক। শত বাধা বিপত্তির মধ্যেও তিনি মহেশপুর ইউপিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যয়ে সংকল্পবদ্ধ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।আসন্ন ইউপি নির্বাচনে জননন্দিত সফল চেয়ারম্যান আঃ রউফ বলেন, আপনাদের তথা এই মাটিরই সন্তান।জনগনের দোয়া ও ভালোবাসাই আমার প্রেরনার মূল উৎস। আসন্ন ইউপি নির্বাচনে ইউপিবাসী চান যেনো একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।যাতে ইউপি নির্বাচনে ভোটাররা প্রত্যেকে তার নিজের ভোটের মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী একজন যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে।সেই লক্ষ্যেই আসন্ন ইউপি নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন নিয়ে জননন্দিত সফল চেয়ারম্যান আঃ রউফ আরও বলেন, আপনাদের সকলের পাশে আছি এবং থাকবো। অত্র ইউপির একজন সেবক হয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে আসন্ন মহেশপুর ইউপিকে একটি উন্নয়নশীল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এই অঙ্গিকার ব্যক্ত করেন।