রায়পুরা প্রতিনিধি::
পাড়াতলী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি প্রবীন রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা কামরুজ্জামান কফুর চিরনিদ্রায় শায়িত। জানাগেছে - বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর বুধবার সকাল সাড়ে দশটার সময় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে তার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডঃ এবিএম রিয়াজুল কবির কাউছার, আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির মনির, রায়পুরা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রাজিব আহমেদ পার্থ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একে এম মহিউদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ মোঃমেহেবুবুল হক (রিপন),রায়পুরা পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, জেলা পরিষদ সদস্য আঃ মেতালিব মেম্বার,শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন রাসেল রায়পুরা পৌরসভা সহ আরো অনেকে।