শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা সেরাজনগর এম.এ মনসুর আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ রোজ শুক্রবার ১০ টায় অসচ্ছ প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।।এই বিতরণে সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃকামরুজ্জামান এবং সঞ্চালনায় মোঃমাকছুদুল হাসান মারুফ।রায়পুরা উপজেলা প্রতিবন্ধী ফোরামের অসচ্ছ প্রতিবন্ধী ১০০জনকে কম্বল বিতরণ করেন।সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানও পাশে থাকলে প্রতিবন্ধীরা কষ্ট ভোগ থেকে রক্ষা পাবে।এই শীত বস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন মোঃ বিপুল হাসান বাবু,মোঃফরিদ মিয়া,মোঃআনোয়ার হোসেন,মোঃফজলুল হক,মোঃবাদল মিয়া,মোঃলিয়াকত আলী,মোঃআলমসহ সকল ইউনিয়নের প্রতিবন্ধীরাসহ অনেকেই।