রায়পুরা প্রতিনিধি ::
নরসিংদীর রায়পুরা উপজেলা অদ্য ০৯-০২-২০২২ ইং রোজ বুধবার বিকালে রায়পুরাউপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন। সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সঞ্চালনা করেছেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা। উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা টি এইচ আজাদ কালাম, কোষাধ্যক্ষ তন্ময় কুমার সাহা, দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, সদস্য পারভেজ মোশারফ ও শফিকুল ইসলাম৷