অনলাইন ডেস্ক::
ভুয়া চিকিৎসকের অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাকিবুল ইসলাম (১৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ঘোরাঘুরির সময়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব ঝালকাঠি জেলার পৌর এলাকার রাজের বাড়ির বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।
শেবাচিমের নবজাতক বিভাগের দায়িত্বরত রেজিষ্টার ডা. মো. আফজাল হোসেন জানান, ওই ওয়ার্ডে এক যুবককে সন্দেহজনক চলাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করলে কিছুই বলতে পারেননি। তখন ওই যুবককে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, 'ভুয়া চিকিৎসক সেজে অনেকে মেডিকেলে প্রবেশ করেন। যার কারণে অসস্তিতে পড়তে হয় কর্তৃপক্ষকে।'
তবে এ বিষয়ে আরো সতর্ক হওয়ার কথা জানান এই পরিচালক।
এদিকে গ্রেপ্তারকৃত ওই যুবককে বরিশাল কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি পুলিশ।