রায়পুরা প্রতিনিধি ::
নরসিংদীর রায়পুরায় মাদক (গাঁজা) সেবন ও রাখার দায়ে পাঁচজনকে ১৫দিন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো আজগর হোসেন।
উপজেলার রাধানগর ইউনিয়নের পিরপুর মাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষেণের অভিযোগে পাঁচজনকে আটক করে। এ সময় তাদের গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের তল্লাশি করে কয়েকটি গাঁজার পুরিয়া পায়। পরে আটক পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ১৫ দিন মেয়াদে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১)ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বেলাব উপজেলার সররাবাদ এলাকার মো হোসেন মিয়ার ছেলে মো রহমত আলী (৩৫),একই এলাকার মৃত নূরু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৮), কাঙালিয়া এলাকার মৃত মো হানিফ মিয়ার ছেলে পলাশ, রায়পুরার কলাবাড়িয়া হাসেমপুর এলাকার মো ইদ্রিস আলীর ছেলে মো শরিফুল সফিক (৫০), মির্জাপুর এলাকার মৃত মাওলানা হুসাইন আহাম্মেদের ছেলে মো আকরামুল মস্তুফা (২৮)।
নির্বাহী হাকিম মো আজগর হোসেন বলেন, ৫ মাদক ১৫ দিন মেয়াদে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আগামিতেও এ অভিযান অব্যাহত থাকবে।