সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৩৯
শিরোনাম :
নেছারাবাদ সাগরকান্দার কুখ্যাত ডাকাত রুবেল খুলনায় আটক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ‍্যে নেছারাবাদ উপজেলায় মতবিনিময় সভা বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবসের কর্মসূচি প্রাণ বাঁচাতে বাংলাদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নিল ১৪ মিয়ানমার সেনা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি: শেখ ফজলে শামস পরশ বিআইডব্লিউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের সাতটি ইউনিট অগ্রণী ব্যাংক ৯৭৫ তম রায়পুরা শাখার উদ্বোধন আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে মোঃ বাহাউদ্দীনকে কাউন্সিলর করতে চান “ওয়ার্ডবাসী”

২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি

অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৩৬৯ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।

এর আগে বুধবার (২০ এপ্রিল) দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এ সময়ে দেশে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এদিকে বিশ্বে দুদিন ধরে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪ হাজার ৭৩ জন। অন্যদিকে মারা গেছেন ৩ হাজার ২২২ জন।

এর আগে বুধবার (২০ এপ্রিল) বিশ্বে প্রাণহানি ঘটে প্রায় ২ হাজার ৩০২ জনের। একই সঙ্গে আক্রান্ত হয়েছিলেন ৫ লাখ ৯৬ হাজার ৫১১ জন। মঙ্গলবার (১৯ এপ্রিল) আক্রান্ত হন ৩ লাখ ১৫ হাজার ৯০ জন। প্রাণহানি ঘটে ১ হাজরা ২৬৩ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৩০৬ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৩২ হাজার ১৬১ জনে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা