বিজলী ডেক্স::
ঝড়ো বাতাস ও পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১০ মে) বিকেল সাড়ে ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে চলাচলকারী সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে বিপাকে পড়েছেন ঘাটে আটকে থাকা ঢাকামুখী শত শত যাত্রী।
বিআইডব্লিউটির বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে দুপুরের পর থেকে পদ্মা নদীতে উত্তাল ঢেউ শুরু হয়। এর সঙ্গে প্রবল বেগে বৃষ্টিপাত শুরু হয়। ফলে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আবহাওয়া পরিবর্তন হলে ফেরি, লঞ্চ ও স্পিডবোট স্বাভাবিকভাবে চলাচল করবে বলেও জানান তিনি।