শফিকুল ইসলাম , রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় জননন্দিত পৌর মেয়র মোঃ জামাল মোল্লা প্রথম মেয়র হওয়ার পর তার প্রতিজ্ঞা ছিলো রায়পুরা পৌরসভাকে ৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণী হিসাবে রূপান্তরিত করার। সাথে এবারের নির্বাচনে জনগণের ভালোবাসা বাসায় মেয়র হতে পেরে রায়পুরা পৌরসভাকে ২য় শ্রেণী থেকে ১ম শ্রেণীতে রুপান্তিত করার অঙ্গীকার করেন। তারই ধারাবাহিকতায় রায়পুরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের এর অধিদপ্তরের ৬,১৩,২৫,৩৬৯ টাকা বাজেট নিয়ে রায়পুরা পৌরসভাবাসী যেনো পানি অভাবে না থাকে সেজন্য পানি শোধনাগারের কার্যক্রম উদ্ধোধন করেছেন। রায়পুরা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামে নদীর পাড়ে চলছে পানি শোধনাগারের কাজের ধুমধাম। এই বিষয়ে এলাকাবাসী জানান, রায়পুরা জননন্দিত পৌর মেয়র মোঃ জামাল মোল্লা হলেন গরীবের বন্ধু এবং মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকেন। মেয়র জামাল মোল্লা প্রথম পাঁচ বছরে রায়পুরা পৌরসভাকে খুব সুন্দর আকারে সাজিয়েছেন। এবারো আমাদের দোয়াই রায়পুরা পৌর মেয়র হয়েছেন। আশা করি এই রায়পুরা পৌরসভাকে একটি আধুনিক শহরে রুপান্তিরত করবেন। আমাদের কান্দাপাড়া এলাকায় রাস্তার জন্য অনেক দূর্ভোগ পোহাতে হয়েছে। মেয়রের ভালোবাসায় আমাদের রাস্তা এখন ডালাইকরণ রাস্তা হয়েছে। এছাড়াও এতো সুন্দর রায়পুরা পৌরসভায় সকলের ঘরে পানি ব্যবস্থা করে দেওয়ার জন্য যে পানি শোধনাগার কার্যক্রম আমাদের এলাকায় করা হয়েছে সে জন্য রায়পুরা পৌর মেয়র মোঃ জামাল মোল্লাকে জানাই আমাদের এলাকা থেকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন।