বরিশাল ব্যুরো (শেখর হালদার) ::
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পাটিকেলবাড়ী গ্রামের শহিদুল ইসলাম লিটন ফকির পিতাঃ মৃত বেলায়েত হোসেন ফকির। একজন নারী লোভী লোক, তার টঙ্গীতে একটি পতিতা পল্লী ছিলো এবং উত্তরাতেও গড়ে তুলেছিল একটি পতিতা পল্লী কিন্তু প্রশাসনের নজরদারিতে সেই ব্যবসা বন্ধ করে পালিয়ে বেড়ায় দীর্ঘ দিন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও নিউজ প্রকাশ হয়।
একাধিক বিয়ে ও বিভিন্ন নারীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
প্রথম বউ থাকা অবস্থায় লিটন তার বাসার কাজের মেয়েকে বিয়ে করে এবং দ্বিতীয় বউ একটা বাচ্চা রেখে লিটনের স্ত্রী এই নারী লোভিতার কারণে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। তাছাড়া লিটনের বিরুদ্ধে ঢাকায় আমলী আদালতে এন আই এ্যাক্ট এর মামলা চলমান রয়েছে। মামলা সূত্রে যানা গিয়াছে আসামী লিটন ফকির একজন অসৎ প্রকৃতির লোক। তিনি ব্যবসায়িক প্রয়োজনে নিজ এলাকার (নেছারাবাদের) এক যুবক আরিফুল ইসামের কাছ থেকে ব্যবসায়িক অংশীদার করার জন্য ১৮,৬৫০০০/= আঠারো লক্ষ পয়সট্টি হাজার টাকা নিয়েছিল এই মর্মে বাদী আরিফুল ইসলাম ফকির একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর আসামী শহিদুল ইসলাম ফকির ওরফে লিটন ফকির মামলার বাদীকে বিভিন্ন হুমকি প্রদান করে আসছে এবং বাদীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য নাম সর্বস্ব নিজজ পোর্টালে প্রকাশ করতেছে। বাদী আরিফুল ইসলাম বলেন আসলে আমার বিরুদ্ধে যে তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে এই অভিযোগ সম্পুর্ন মিথ্যা আমি এর তীব্র প্রতিবাদ জানাই।