ব্যুরো চীফ (বরিশাল)::
আসছে উপজেলা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে উদ্দীপনা বেড়েই চলছে এরই কার্যক্রমের অংশ হিসেবে নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এস এম মুইদুল ইসলাম মুহিদ এর সমর্থনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমুদয়কাঠী দূর্গা মন্দির প্রাঙ্গণে। উক্ত মত বিনিময় সভায় এলাকার সকল মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।
মতবিনিময় সভায় সমুদয়কাঠী ইউনিয়নের সাধারন ও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক এ্যাড, একে আজাদ তালুকদার, সহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা, মত বিনিময় সভায় সকল নেতাকর্মীরা এস এম মুইদুল ইসলাম মুহিদের পক্ষে একাত্বতা ঘোসনা করেন।