ডেস্ক রিপোর্ট::
৯ই জুলাই, ২০২২ ইং সনে মোঃ ইমন হাওলাদার ও আশা আক্তার অনন্যার কোল জুরে এই ধরায় আসে একটি ফুটফুটে শিশু, যার আলোয় আলোকিত হয় পুরো পরিবার। আনন্দে আত্মহার হয়ে যায় পুরো পরিবার। আজকের এই ২য় জন্মদিনে সকলের কাছে দোয়া কামনা করছেন মিষ্টি হুমায়রার পিতা-মাতা।
কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে, ৭ সমুগ্র ১৩ নদীর ওপার থেকে নয়, আমাদের হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই শুভ জন্মদিন।
শুভেচ্ছান্তে- দাদা, দাদি ও নানা, নানী ও চাচা, চাছি ফুফু, ফুফা, খালা, মামা ও ভাইয়েরা