মোঃ পারভেজ সিকদার (বরিশাল)ঃ
স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো জমকালো ৪র্থ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৫। আর এই আয়োজনে ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত জনপ্রিয় ম্যাজিশিয়ান ও কমেডি পারফরমার রাশেদ শিকদার তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে অর্জন করলেন ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড।
২৫শে জুলাই শুক্রবার রাতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজনটি বাস্তবায়নে ছিল ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠানে ‘বাংলার মিস্টার বিন’ হিসেবে পরিচিত রাশেদ এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ ও ময়ূরপঙ্খীর চেয়ারম্যান জনাব রুহিত সুমন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে রাশেদ সিকদার বলেন, “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেয়ে আমি সত্যিই আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ। এ সম্মান শুধু আমার শিল্পীসত্তার জন্য নয়, এটি আমার দীর্ঘদিনের সাধনা, পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসার এক অনন্য স্বীকৃতি। এই পুরস্কার আমাকে নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে—আরও মন ছুঁয়ে যাওয়া পারফরমেন্স উপহার দেওয়ার জন্য।”
উক্ত অনুষ্ঠানে আজীবন সম্মাননা স্বারক প্রদান করা হয় সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ-কে। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের প্রতি।