মুলাদী প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র ভিশন-২১ বাস্তবায়নের লক্ষে নারীদের অগ্রাধীকার ভিত্তিত্বে ৭০% নারী ও ৩০% পুরুষদের মাঝে মুলাদ উপজেলার চরকালেখান ইউনিয়নে করোনার সামাজিক দুরুত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে ১১৩৮ জনের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করেন চরকালেখান ইউ পি চেয়ারম্যান হাজী মোহসীন উদ্দিন খান। আজ ২৫ জুলাই শনিবার বেলা ১০ টায় চরকালেখান ইউনিয়ন পরিষদের সামনে ১১৩৮ জনের মাঝে পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। ভিজিএফ’র চাল বিতরনে চরকালেখান ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং ইউনিয়ন জাতীয় পার্টির হতদরিদ্র মাঝেও ঈদুল আযহা’র চাল বিতরন করা হয়েছে। চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন সচিব মোঃ মুজিবুর রহমান মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোশারফ বেপারী, সম্পাদক জানে আলম মৃধা, ইউনিয়ন যুবলীগ আহবায়ক ও ইউপি সদস্য বজলুর রহমান, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, সাংবাদিক রেজা হাওলাদার। এসময় চেয়ারম্যান হাজী মোসহীন উদ্দিন খান বলেন আজ আপনাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষে পবিত্র ঈদুল আযহা’র উপলক্ষে ৭০% নারী ও ৩০% পুরুষের মাঝে চাল বিতরন করছি দল মত নিবিশেষে সকলের মধ্যে, জাতীয় পার্টির হতদরিদ্রদেরকে ঈদুল আযহা’র ভিজিএফ চাল দিয়েছে। আপনারা সরকারের সকল বরাদ্ধ আপনারা পাবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আমি আপনাদের পাশে আছি থাকব, যে কোন প্রয়োজনে আমাকে জানাবেন। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সকলকে এই মহামারী করোনা থেকে রক্ষা করেন। বিনা প্রয়োজনে বাসা থেকে বাহির হবেন না।