প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০১৯, ৪:৪৬ অপরাহ্ণ
মুলাদীতে গভীর রাতে বোমার শব্দে সাধারন মানুষ আতংকিত….

তালুকদার খোকনঃ
মুলাদীতে গভীর রাতে বোমার শব্দে সাধারন মানুষ আতংকিত সোমবার রাত ১২ টা মুলাদীতে বোমার শব্দে সাধারন মানুষ আতংকিত হয়ে পরে, পৌরসভায় বসবাস কারী স্থানীয় সাধারন মানুষের বলেন জাতীয় দিবস ছাড়া এভাবে বোমা বিস্ফোরন কে ঘটিয়েছে, সকালে জানা যায় হানাদার মুক্ত দিবসের কারনে রাত ১২ টায় বোমা ফাটিয়েছে মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধাগন, জানা গেছে সাবেক বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুব উদ্দিন আহমেদ ৮ অক্টোবর দিবসটি পালন করার জন্য ৮ টি বোমা ফাটানোর জন্য বলেন। তারই ধারাবাহিকতা গত সোমবার রাতে ৮ টি বোমা ফাটানো হয়েছে , এ ব্যাপারে মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু খানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, রাত ১২ টায় বোমা ফাটানোর ব্যাপারে আমি অবগত না। তবে বিগত দিনে এভাবে হানাদার মুক্ত দিবসে বোমা ফাটিয়ে দিবসটি পালন করেনি,
এভাবে উপজেলা নিবাহী অফিসারের কাজে জানতে চাইলে তিনি বলেন প্রতি বছর ৪ টি আতস বাজি ফুটিয়েছে, এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ আমাকে ও মুলাদী থানার ওসি সাহেব কে অবহিত করেছেন, হানাদার মুক্ত করেছেন তাই বাজি ফাটিয়ে ৮ অক্টোবরের হানাদার মুক্ত দিবসটির সুচনা করেছেন মুক্তিযোদ্ধারা।
Copyright@2023 Bijly Barta. All rights reserved.