প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২০, ৬:১৪ অপরাহ্ণ
একটি দাবিতে এক কাতারে আ.লীগ-বিএনপি

সিলেট বিশেষ প্রতিনিধি ::
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদ এলাকার টুকেরগাঁও, গৌরীপুর ও নোয়াগাঁও-হিন্দুপাড়া গ্রামকে সিলেট সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে আওয়ামী লীগ-বিএনপি, ছাত্রদল-ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা এককাট্টা হয়ে মানববন্ধন করেছেন।
আজ শুক্রবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজারে এই মানববন্ধন হয়। ‘দাবি বাস্তবায়ন পরিষদ’–এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও সহস্রাধিক মানুষ অংশ নেন। দাবি আদায়ে একটি সমাবেশও হয়।
সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, দাবি বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ফারুক আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন, আওয়ামী তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন খান, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাহুল হুসেন, টুকেরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দিন, সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এ এ এম শিহাব উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মো. এনামুল হোসেন, মো. আবদুল মালেক প্রমুখ।
মানববন্ধন থেকে বলা হয়, সিলেট সিটি করপোরেশনের পরিধি বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিটি করপোরেশনকে প্রায় ৫৭ বর্গকিলোমিটারে উন্নীত করার প্রস্তাব রয়েছে। সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করতে যেসব এলাকার প্রস্তাব করা হয়েছে সেখানে টুকেরবাজার ইউনিয়নকে ভাঙার কথা বলা হয়েছে। সেখান থেকে সিটি করপোরেশনে যুক্ত হবে কয়েকটি গ্রাম আর বাদ পড়বে বেশ কয়েকটি গ্রাম।
বাদ পড়া গ্রামগুলো থেকে টুকেরগাঁও, গৌরীপুর ও নোয়াগাঁও-হিন্দুপাড়া গ্রামকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করে খুররমখলাকে নিয়ে আলাদা একটি ওয়ার্ড করার দাবি জানানো হয়। খুররমখলা গ্রামটি যুক্ত হওয়ার তালিকায় আছে।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, ১৮৭৮ সালে পৌনে দুই বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয়েছিল সিলেট পৌরসভা। ২০০২ সালে সিটি করপোরেশনে উন্নীত হলে এর পরিধি বাড়ে। তখন সিটি করপোরেশনের আয়তন ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার করা হয়। ২০১৪ সালে আয়তন আরও বড় করার উদ্যোগ নেয় সিসিক। বর্তমান আকারের প্রায় দ্বিগুণ আয়তন বৃদ্ধির একটি প্রস্তাব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল।
প্রায় পাঁচ বছর ধরে আটকে থাকা প্রস্তাবটি নিয়ে গত বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকের পর চলতি মাসের ৯ তারিখ সিলেট সিটি করপোরেশনের পরিধি বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সিলেট জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাবিত এলাকা নিয়ে কোনো অভিযোগ, আপত্তি কিংবা পরামর্শ থাকলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে সিলেট জেলা প্রশাসনে লিখিতভাবে দাখিল করতে বলা হয়েছে।
Copyright@2023 Bijly Barta. All rights reserved.