স্পোর্টস ডেস্ক::
ছিলেন ইনজুরিতে। যার কারণে ম্যাচের আগমুহূর্তে ওয়ার্ম আপেও ছিলেন না। তবু দলের প্রয়োজনে পেইন কিলার খেয়ে শেষমেশ মাঠে নেমে পড়েন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও র্যামোস। তারপরও দলকে তুলতে পারেন নি ফাইনালে।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। জিতলেই ফাইনালে দেখা হতো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে। তবে ম্যাচে ২-১ গোলে হেরেছে মাদ্রিদিস্তারা।
ম্যাচের আগে বাম পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন র্যামোস। ফলে মাঠের ওয়ার্মআপে ছিলেন না তিনি। তবে ম্যাচশুরুর আগে আগে ক্লাবের চিকিৎসকদের সঙ্গে কথা বলে পেইন কিলার খেয়ে মাঠে নামেন এই স্প্যানিশ তারকা।
মাদ্রিদ অন্তঃপ্রাণ র্যামোস এর আগে ২০১৪ ক্লাব বিশ্বকাপের ফাইনালেও নেমেছিলেন পেইন কিলার নিয়ে। তবে এবারের ইনজুরিটা ভয়ংকরই ছিল। কারণ হাঁটুর ইনজুরির জন্য দীর্ঘমেয়াদে খেলা থেকে ছিটকে পড়ার শঙ্কা ছিল।
আগামী কয়েকদিন ক্লাব তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে। আগামী বুধবার কোপা দেল রে'র ম্যাচে আলকোয়ানোর বিপক্ষে র্যামোস খেলছেন না এটা মোটামুটি নিশ্চিত। তবে পরের সপ্তাহের রোববার লা লিগায় আলাভেজের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন তিনি।
কোচ জিনেদিন জিদান চান না তার ফুটবলাররা ইনজুরি নিয়ে মাঠে নামুক। সেজন্য বিকল্প হিসেবে নাচো ফার্নান্দেজকে ম্যাচের জন্য প্রস্তুত করেছিলেন তিনি। যদিও রাফায়েল ভারানে চোট পাওয়ায় তার বদলি হিসেবে নাচোকে নামাতে বাধ্য হন জিদানে। অন্যদিকে পুরো ম্যাচেই খেলে যেতে হয় র্যামোসকে। ৩৪ বছর বয়সী এই ফুটবলার ম্যাচে খারাপও খেলেন নি। তবে দলকে উদ্ধার করতে আর পারলেন কই!
ম্যাচ শেষে তাই ইনজুরির ব্যথার চেয়েও বড় ব্যথাটা নিশ্চয়ই অন্তরে পেয়েছেন তিনি।