অনলাইন ডেস্ক::
করোনায় আক্রান্ত হয়ে চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল মোহাম্মদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ বৃহস্পতিবার নিজ জেলা পঞ্চগড়ে নিয়ে যাওয়া হবে।
টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন আফজাল মোহাম্মদ। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিজেসি।
এছাড়াও আফজালের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।