বিজলী ডেক্স:
জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিজলী বার্তা পত্রিকার সহ-ব্যবস্থাপনা সম্পাদক মোঃ খোকন তালুকদারের মাতা আজ (৩০ জানুয়ারী, ২০২১ইং) সকাল ১০:১০ মিনিটে বার্ধক্য জনিত কারনে শেষ নিস্বশ ত্যাগ করেন, ইন্নালিল্লাহে অইন্নাইলাহে রাজিউন। মৃত্যুর সময় মরহুমার বয়স ছিলো ৯০ বছর এবং মৃতুর সময় চার (৪) পুত্র ও পাঁচ (৫) কন্যা রেখে গেছেন। বিজলী বার্তা পরিবারে পক্ষ থেকে শোক ষন্তোষ পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি।