অনলাইন ডেস্ক::
আল্লু অর্জুন। দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার জনপ্রিয়তা এখন পুরো উপমহাদেশেই ছড়িয়ে পড়েছে। নিজের অসাধারণ অভিনয় দিয়ে তিনি জায়গা করেছেন সবার মনে। তার ‘পুষ্পা’ সিনেমাটি এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এ সিনেমার জন্যই ভারতের অন্ধপ্রদেশে রামপাচদাভারামে নভেম্বর থেকেই অবস্থান করছিল পুরো টিম।
সম্প্রতি সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন আল্লু অর্জুনসহ পুরো টিম। তারা ফিরছিলেন আল্লুর সেই ৭ কোটি রুপির ফ্যালকন ভ্যানিটি ভ্যানে। আর সেই ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়েছে। তবে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভ্যানিটি ভ্যানটি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুটিং সেট থেকে আসার পথে রাস্তায় ভ্যানের চালক ব্রেক কষলে পেছন থেকে একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, কেউ হতাহত হয়নি। খামামের স্থানীয় থানায় এ বিষয়ে একটি অভিযোগ দেওয়া হয়েছে।
২০১৯ সালে আল্লু অর্জুন ভ্যানিটিটি কিনেছিলেন। শুটিংয়ে তিনি এই ভ্যান ব্যবহার করেন। বিলাসবহুল ভ্যানটিতে রয়েছে বেডরুম, বাথরুম, হোম থিয়েটার, মিনি জিমনেশিয়াম, ড্রয়িং রুম, কিচেনসহ নানা সুবিধা, যা মোটেও পাঁচ তারকা হোটেলের চেয়ে কম নয়। গাড়িটি আল্লুর খুবই প্রিয়। গাড়িটি কিনে উচ্ছ্বসিত হয়ে টুইটারে গাড়ির কয়েকটি ছবি দিয়ে পোস্ট দিয়েছিলেন আল্লু। সেখানে লিখেছিলেন গাড়িটি নিয়ে আবেগঘন পোস্ট। এক আল্লু অর্জুন হতে তার ভক্তরাই তো তাকে সাহায্য করেছেন। তাই ভক্তদের জানিয়েছিলেন হৃদয় থেকে ভালোবাসা।
এদিকে, ‘পুষ্পা’ ছবিটি চলতি বছরের ১৩ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে। এই ছবিতে আল্লুর বিপরীতে দেখা যাবে এই সময়ের দক্ষিণের আরেক হার্ট থ্রব নায়িকা রাশমিকা মন্দানাকে। ছবিটি পরিচালনায় সুকুমার। আল্লু ও সুকুমার জুটি এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ উপহার দিয়েছেন। দুটো ছবিই বক্স অফিসে ঝড় তুলেছিল।
নতুন ছবি ‘পুষ্পা’তে একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় অভিনয় করছেন আল্লু। সুকুমার পরিচালিত ‘পুষ্পা’র জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি। জানা গেছে ছবিটির লভ্যাংশের অংশীদারও থাকছেন আল্লু অর্জুন।