অনলাইন ডেস্ক::
দুর্নীতি দমন কমিশনের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসানসহ চারজনকে তলব করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্ট তাদেরকে তলব করেছে। অন্য তিনজন হলেন, জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ, চিফ অ্যাডমিনিস্ট্রিটিভ ও সেক্রেটারি।
আগামী ১৪ ফেব্রুয়ারি হাজির হয়ে রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা না দেওয়ার ঘটনায় অর্থ আত্মসাতের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের ঊর্ধ্বতনদের বাদ দিয়ে অধস্তনদের আসামি করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।