প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২১, ২:৩৮ অপরাহ্ণ
মুলাদী পৌরসভা নির্বাচনের তিন দিনের মধ্যেই কাউন্সিলার খান সোলায়মান নিজেস্ব অর্থায়নে কম্বল বিতরন

মুলাদী পৌরসভা নির্বাচন ৪নং ওয়ার্ডে এক ভোটের ব্যবধানে বিজয়ী উট মার্কার খান সোলায়মান নিজেস্ব অর্থায়নে এক হাজার কম্বল বিতরন করেন নবাগত কাউন্সিলার। গতকাল বিকাল ৩ টায় পৌরসভার ৪নং ওয়ার্ডে প্রত্যেকটি ঘরে ঘরে নিজ হাতে কম্বল বিতরন করেন খান সোলায়মান।
কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের নবাগত কাউন্সিলার খান সোলায়মান, মাস্টার শামিম, মোঃ
শফিকুল ইসলাম যাচ্চু হাওলাদার, মোঃ মোবারক হোসেন, মোঃ দুলাল বেপারী, আল আমিন খান, সামসু হাওলাদার, দেশ বাংলা ফানিচারের প্রোপাইটর কালাম খান সহ স্থানীয় গনম্যান্য ব্যক্তি। সকল ভোটার ও স্থানীয় গন বলেন নির্বাচন জয়ী হয়ে তিন দিন পার হতে না হতেই নিজেস্ব অর্থায়নে কম্বল বিতরন করেন।
এ বিষয়ে নবাগত কাউন্সিলার খান সোলায়মান বলেন আমি কাউন্সিলার হিসেবে জয়লাভ করেছি আমার এলাকার ভোটারদের জন্য, সরকারের উন্নয়নের প্রতিটি ছোয়া আমার ওয়ার্ডে লাগবে, কোন বরাদ্ধ থেকে আমার ওয়ার্ডবাসী বাদ পরবে না।
Copyright@2023 Bijly Barta. All rights reserved.