অনলাইন ডেস্ক::
এবার বলিউডে পা রাখচ্ছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। অক্ষয় কুমারের বিপরীতে ‘পৃথ্বীরাজ’ সিনেমায় দেখা যাবে তাকে। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালনা করবেন সিনেমাটি।
পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি। এমন তথ্যই প্রকাশ করেছে কলকাতার সংবাদ প্রতিদিন।
বলিউডে অভিষেক প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মানুষী জানান, বরাবরই পরিবার ও বন্ধুদের সঙ্গে দিওয়ালিতে সিনেমা দেখেন তিনি। এবার দিওয়ালিতে মুক্তি পাচ্ছে তার সিনেমা। এ খবরে উচ্ছ্বসিত তিনি।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিলেন মানুষী চিল্লার। তার হাত ধরেই ১৭ বছর পর মিস ওয়ার্ল্ডের শিরোপা আসে ভারতে। তার আগে ২০০০ সালে এ শিরোপা জিতেছিলেন প্রিয়াংকা চোপড়া।
মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন মানুষী। মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী ছিলেন মানুষী। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় শিক্ষা নিয়েছেন তিনি। নাচেও বিশেষ দক্ষতা রয়েছে তার। তার বাবা ড. মিত্রবসু চিল্লার পেশায় বিজ্ঞানী। আর মা ড. নীলম চিল্লার একজন নিউরোকেমিস্ট্রির অধ্যাপক।