প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২১, ৪:৪৬ অপরাহ্ণ
মুলাদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থীদের মনোয়ানপত্র দাখিল

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থীরা মনোয়ানপত্র দাখিল করেছেন। আগামী ১৮ই এপ্রিল মনোনয়ন দালিখের শেষ দিন হওয়ায় গতকাল বুধবার সকাল থেকেই উপজেলা নির্বাচন অফিস, উপজেলা কৃষি অফিস ও
উপজেলা মৎস্য অফিসে ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের উপচে পড়া ভিড়। উপজেলা নির্বাচন অফিসে সকাল ১০ টায় থেকে রির্টারনিং অফিসার শওকত আলী ও সহকারী রির্টারনিং অফিসার আমিনুল ইসলাম এর কাছে মুলাদী সদর ইউনিয়ন,
গাছুয়া ইউনিয়ন ও নাজিরপুর ইউনিয়নের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা কৃষি অফিসার ও রির্টারনিং কর্মকর্তা রেজাউল হাসান এর কাছে চরকালেখান ইউনিয়ন ও সফিপুর ইউনিয়নের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রিটার্রনিং অফিসার সুব্রত
গোস্বামী এর কাছে কাজিরচর ইউনিয়নের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। চরকালেখান ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিরাজুল ইসলাম, গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সিকদার, চরকালেখান ইউনিয়ন
ইউপি সদস্য পদে ৩নং ওয়ার্ডে মহসিন সরদার, ৮নং ওয়ার্ডের মোঃ সাইফুল ইসলাম রুস্তুুম, মুলাদী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য নান্নু মল্লিক, গাছুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লোকমান ফকির, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে
খোকন মেম্বার, কাজির চর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে কাজল পালোয়ান ও ৭নং ওয়ার্ডের শামিম খান সহ প্রায় অর্ধশতাধিক প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
Copyright@2023 Bijly Barta. All rights reserved.