অনলাইন ডেস্ক::
করোনাভাইরাস মহামারির কারণে দেশে কঠিন এক সংকটের জন্য প্রস্তুত হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
সীমান্ত বন্ধ করে দেয়ায় উত্তর কোরিয়ায় খাদ্য সংকট ও অর্থনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে মানবাধিকার গ্রুপগুলো হুঁশিয়ারি দেয়ার পর এই আহ্বান জানালেন তিনি।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দলীয় এক সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতিকে ১৯৯০ দশকের প্রাণঘাতী দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেন কিম। করোনার শুরু থেকেই নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। এরফলে প্রতিবেশি চীন থেকে কোনও খাদ্যশস্যই উত্তর কোরিয়ায় প্রবেশ করেনি।