অনলাইন ডেস্ক::
ভারতের পাঞ্জাব সীমান্তে ‘অনুপ্রবেশের’ দায়ে পাকিস্তানের একটি কবুতরের বিরুদ্ধে এফআইআর করতে চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাখিটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে কবুতরটি খানগড় থানায় আছে।
পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা জানান, কবুতরটি গত শনিবার অমৃতসর জেলার রোড়াওয়ালা সীমান্ত চৌকিতে এক বিএসএফ সদস্যের কাঁধে এসে বসেছিল। ওই কবুতরের পায়ে একটি ছোট কাগজের টুকরো বাঁধা ছিল। সেখানে যোগাযোগের ঠিকানা লেখা ছিল বলে জানান তিনি।
অমৃতসর জেলার ঊর্ধতন পুলিশ কর্মকর্তা সুপার ধ্রুব ডাহিয়া জানান, পাখির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা যেতে পারে বলে আমার মনে হয় না। তবে আমরা আইনজীবীদের মতের জন্য অপেক্ষা করছি।
এর আগেও সীমান্তবর্তী অঞ্চলে কবুতর ধরা পড়েছিল। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা একে বার্তাবাহক হিসেবে সন্দেহ করে।