স্পোর্টস ডেস্ক ::
ভারতের করোনা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক। নিকট ভবিষ্যতে ভারতে করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বেশ কিছু দেশ। অনেকে এগিয়ে আসছেন ব্যক্তি উদ্যোগে সাহায্য করতে।
এবার সাহায্যের হাত বাড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স। ভারতের প্রধানমন্ত্রীর ‘পিএম কেয়ার্স ফান্ড’-এ ৫০ হাজার মার্কিন ডলার দান করেছেন। শুধু মাঠেই অবদান নয়, এবার মাঠের বাইরেও সহানুভূতির অনন্য উদাহরণ সৃষ্টি করলেন এই অজি ক্রিকেটার। বিপদের দিনে ভারতের পাশে দাঁড়িয়ে যেন মহাতারকার পরিচয় দিলেন।
বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে আছেন কামিন্স। করোনার ভয়াবহতার মাঝেই দিন কাটছে তাদের। এরইমধ্যে কয়েকজন ক্রিকেটার করোনার ভয়ে আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। ভারত ছেড়ে দেশে ফিরে গেছেন তিন অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই।
প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দানের এই খবর টুইটারে জানিয়েছেন কামিন্স। তিনি সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান। পাশাপাশি তিনি এই কঠিন সময়ে আইপিএল বন্ধ না করার পরামর্শও দেন। তিনি মনে করেন, এই সময় ঘরবন্দী সাধারণ মানুষকে কিছুটা হলেও বিনোদন দেবে আইপিএল।