অনলাইন ডেস্ক::
এবার করোনায় আক্রান্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। বাড়িতেই তার চিকিৎসা চলছে। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
গত মাস থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে নেমেছিলেন মিঠুন চক্রবর্তী। দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচারে দেখা গিয়েছিল তাকে। তার প্রতিটি সভাতেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন মিঠুন।
এর আগে গত ১৮ এপ্রিল ভোট প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। সেদিনই তাকে হেলিকপ্টার করে উত্তর দিনাজপুর থেকে কলকাতা পাঠিয়ে দেয়া হয়েছিল।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছিলেন মিঠুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দলটিতে যোগ দেন তিনি। তারপর সক্রিয় ভূমিকা রেখেছেন ভোট প্রচারে।