স্পোর্টস ডেস্ক ::
পিছিয়ে পরেও ওল্ড ট্রাফোর্ডে দাপুটে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের। কাভানি-ফার্নান্দেসের জোড়া গোলে সেমিফাইনালের প্রথম লেগে, ইতালিয়ান ক্লাব এএস রোমাকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলস। ইউনাইটেডের বড় জয়ের দিনে হেরেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ভিয়ারিয়ারের বিপক্ষে গানারদের হার ২-১ গোলে।
ওল্ড ট্রাফোর্ডে এ যেন ভুতুড়ে রাত। এমন প্রত্যাবর্তনও তবে সম্ভব। অবশ্য এটাইতো ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের দিনে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ংকর হতে পারে রেড ডেভিলস, তার সাক্ষী হলো ইউরোপের ফুটবল। প্রথমার্ধের স্কোর দেখে যদি আপনি ঘুমিয়ে যান, তবে আপনার জন্য এমন ফলাফল বিস্ময়কর। তার চেয়েও বিস্ময়কর ব্যবধান।
প্রথমার্ধে হয়েছে শেয়ান শেয়ানে টক্কর। ৯ মিনিটে প্রথম গোলটা ইউনাইটেডেরই। স্কোরার ব্রুনো ফার্নান্দেস। এর ছয় মিনিট বাদেই সমতায় রোমা। পগবার দেওয়া পেনাল্টি উপহারের পেলেগ্গিনির লক্ষ্যভেদ। ৩৩ মিনিটে ইডেন জেকোর গোল অতিথিদের ২-১ ব্যবধানে লিড।
বিরতিতে শিষ্যদের কোন বীজমন্ত্র দিয়েছিলেন সোলশায়ার তা হয়তো জানা যায়নি তবে খেলোয়াড়দের শরীরী ভাষায় বোঝা গেছে অনেককিছুই। সঙ্গে ইনজুরিতে রোমার নিয়মিত গোলরক্ষক লোপেজের উঠে যাওয়া হয়েছে আশীর্বাদ। ৪৮ আর ৬৪ মিনিটে কাভানির জোড়া গোলের পর ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফার্নান্দেস। রোমার ফুটবলাররা অপেক্ষা করছেন কখন বাজবে শেষ বাঁশি।
তবে তাদের দুঃস্বপ্নের রাত যে তখনও বাকি। গ্রিনউড আর পর পগবা করেন আরও দুই গোল। ফলাফল ৬-২ ব্যবধানের জয়। ৭ মে স্তাদিও অলিম্পিয়াকোতে হবে দ্বিতীয় লেগ।
আরেক ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের হারিয়ে খোঁজা আর্সেনালের খেলায় ছিলোনা প্রত্যাশিত ধার। ফলাফল ৫ মিনিটেই স্বাগতিকদের হয়ে মানু ত্রিগেরোসরে গোল। ২৯ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে রাউল আলবিওল ব্যবধান করেন ২-০।
৭১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় গানার'রা। বাকিটা সময় নিজের সাবেক ক্লাবের বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল খেলে ২-১ ব্যবধানের জয় তুলে নেয় উনাই এমেরির ভিয়ারিয়াল।