প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ৫:২৯ অপরাহ্ণ
এপ্রিল মাসে জব্দ মাদকের পরিমাণ জানাল বিজিবি

রেদওয়ান আহমেদ ,অতিথি প্রতিবেদক::
দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ বছর এপ্রিল মাসে একশত ত্রিশ কোটি সাতাশ লাখ ঊনসত্তর হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান জব্দ করেছে বিজিবি। রবিবার ২ই মে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, জব্দ করা মাদক দ্রব্যর মধ্যে- ষোলো লাখ নব্বই হাজার দুইশত ছিয়াত্তর পিস ইয়াবা, আঠারো হাজার তিনশত ঊনিশ বোতল ফেনসিডিল, সতেরো হাজার ছয়শত তিপ্পান্ন বোতল বিদেশি মদ, এক হাজার তিনশত পঞ্চাশ ক্যান বিয়ার, এক হাজার সাতশত সতেরো কেজি গাঁজা, তেরো কেজি সাতানব্বই গ্রাম হেরোইন, ঊনিশ হাজার ছয়শত আটান্ন টি উত্তেজক ইনজেকশন, চার হাজার পাঁচশত আটানব্বই টি ইস্কাফ সিরাপ, এগারো হাজার পাঁচশত টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং দুই লাখ এগারো হাজার নয়শত সাতানব্বই টি অন্যান্য ট্যাবলেট। জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- দুই কেজি একশত গ্রাম স্বর্ণ, সাঁইত্রিশ কেজি তিনশত গ্রাম রুপা, এক লাখ চল্লিশ হাজার একশত পঁচাত্তর টি প্রসাধনী সামগ্রী, চার হাজার তিনশত পঁচাশি টি শাড়ি, বারো হাজার ছয়শত তিরানব্বই টি ইমিটেশন গহনা, এক হাজার পঁয়ষট্টি টি থ্রি-পিস, পাঁচশত তেষট্টি টি তৈরি পোশাক, ছয় হাজার আটশত সত্তর ঘনফুট কাঠ, পাঁচ হাজার ছয়শত আটান্ন কেজি চা পাতা, বারো হাজার নয়শত আশি কেজি কয়লা, বারো টি ট্রাক বা কাভার্ডভ্যান, একটি প্রাইভেটকার বা মাইক্রোবাস, তিনটি পিকআপ, আটটি সিএনজি বা ইঞ্জিনচালিত অটোরিকশা এবং এক শত বাইশ টি মোটরসাইকেল। এ ছাড়া সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুইশত তেইশ জন চোরাকারবারী ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে এক শত আঠারো জন বাংলাদেশি নাগরিক ও চারজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright@2023 Bijly Barta. All rights reserved.