প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২১, ১:৫৮ অপরাহ্ণ
চরফ্যাশনে কালবৈশাখী বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি।
ভোলা চরফ্যাশনে জমিতে ধান কাটার সময় কালবৈশাখী বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২.৩০ মিনিটের সময়
উপজেলার হাজারিগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে কালবৈশাখী বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু বেপারীর ছেলে শাহে আলম (৩৭) ও আসলামপুর ইউনিয়নের বর্দার হাট ৯নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ চৌকিদারের ছেলে আলাউদ্দিন (৪০)।
আসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে আলম মাস্টার জানান, বেলা ১ টার সময় আলাউদ্দিন গাছ থেকে ঝড়ে পড়া তুলা কুড়ানোর সময় হটাৎ বজ্রপাত পড়ে। এসময় আলাউদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। আলাউদ্দিন একজন কৃষক ও পাওয়ার টিলারের ড্রাইভার ছিলো।
হাজারীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার বলেন, পূর্ব হাজারীগঞ্জ গ্রামে জমিতে ধান কাটার সময় শাহে আলমের উপর বজ্রপাত পড়ে।
স্থানিয়রা বজ্রপাতে দগ্ধ দুই কৃষককে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে চরফ্যাশন ও শশীভূষণ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright@2023 Bijly Barta. All rights reserved.