স্পোর্টস ডেস্ক ::
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করেই এএফসি কাপ স্থগিত করে দিয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা-এএফসি। এর ফলে শেষ মুহূর্তে রওয়ানা দেওয়ার প্রস্তুতি নিয়েও বসুন্ধরা কিংসের আর যাওয়া হলো না।
রোববার (৯ মে) সন্ধ্যা ৬টায় ফ্লাইট ছিল বসুন্ধরা কিংসের। এএফসি কাপ খেলতে যাওয়ার জন্য সবাই করোনা নেগেটিভ সনদও নিয়েছিলেন। কিন্তু শেষ সময়ে টুর্নামেন্ট স্থগিত হওয়ার খবর আসে।
১৪ থেকে ২০ মে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ান জোনের খেলা। তবে হঠাৎ করে মালদ্বীপ সরকার খেলা আয়োজন স্থগিত করে দিতে এএফসিকে অনুরোধ জানায়। তাই বাধ্য হয়েই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে এএফসি।
এদিকে গ্রুপ ডি'তে ভারতের মোহনবাগান খেলতে না যাওয়ার জন্য আবেদনও করেছিল এএফসির'র কাছে।
গ্রুপ ডি'তে বসুন্ধরা কিংসের সঙ্গী ছিল ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এবং প্লে অফে জয়ী একটি দল।