নিজস্ব প্রতিবেদক :;
বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ধরেই পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এক মহিলাকে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা খালেক শরীফের ছেলে হাসান শরীফের সাথে দীর্ঘদিন যাবত নজরুল শরীফের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পরিবারের মাঝে বিগত দিনে কয়েকবার ঝগড়া বিবাদ হয়েছে, যাহা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস মিমাংসা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে গত ০৮ মে রবিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে হাসান শরীফের ছেলের সঙ্গে নজরুল শরীফের মেয়ের ঘরের নাতির সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হওয়ায একপর্যায়ে খালেক শরীফ,হাসান শরীফ, হাসানের স্ত্রী খাদিজা, মোহশেনা, কুলছুম বেগমসহ ৪/৫ জন অজ্ঞাতনামা লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম উপর হামলা করেন । এসময় তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত নাছিমা বেগমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় গতকাল রবিবার সকালে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। সে বর্তমানে শেবাচিম হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান,
নাছিমা বেগমের শরীরে গুরুতর জখম করা হয়েছে। আহতের পরিবার জানান, এ ঘটনায় স্থানীয় বরগুনা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আহতের পরিবারের সদস্যরা বিষয়টি আমাকে মুঠোফোনে জানিয়েছে। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।