অনলাইন ডেস্ক::
করোনাকালে মানবৎসেবায় নিজেকে নিয়োজিত করে আলোচনা অভিনেতা সোনু সুদ। মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের ১০ কোটি টাকার সম্পদ বন্ধক রেখেছেন। গত বছর লকডাউনে শ্রমিকদের বাড়ি ফেরানো ব্যবস্থা করেছিলেন সোনু। এবছর অক্সিজেন সরবরাহ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
সুনাম কুড়িয়েছেন সোনু। তার প্রশংসা করেছেন অনেকেই। সম্প্রতি রাখি সাওয়ান্ত নতুন প্রস্তাব দিয়েছেন সোনুকে। প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের অনুরোধ করেছেন তিনি।
রাখির এ প্রস্তাব নিয়ে জানতে চাইলে ভারতীয় সংবাদমাধ্যমকে সোনু জানান, সাধারণ মানুষ হিসেবেই ভালো আছেন। তার ভাষায়, ‘প্রধানমন্ত্রী হতে চাই না। ওটা আমার কাজ নয়। আমাদের ভাইয়েরা তো নির্বাচনে দাঁড়াচ্ছেই।’
গেল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন সোনু। সুস্থ হয়ে আবারও করোনা আক্রান্ত মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োগ করেছেন। মানুষের সেবার নিজেকে নিয়োজিত করে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন এ অভিনেতা।
টুইট করে তিনি জানান, ১০০ কোটির সিনেমায় কাজ করার চেয়ে করোনা রোগীদের সেবা করায় বেশি তৃপ্তি। এই ধরনের কাজে জড়িয়ে থাকা লক্ষ গুণ বেশি আনন্দের।