বিজলী ডেক্স::
রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন সরকার দেশ ও জাতির কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এ সরকার জনবান্ধন সরকার, সরকার গরীর ও অসচ্ছল ব্যক্তিদের আর্থিক ভাবে সহযোগিতা করে আসছে। তিনি গতকাল শনিবার দুপুরে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ১১৫ জন উপকার ভোগীর মাঝে প্রতিজনকে ৫ হাজার করে টাকার চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজামান সুজা। এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে রেলপথমন্ত্রী বোদা পৌরসভার অর্থায়নে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মানাধীন কাজ পরিদর্শন করেন।