অনলাইন ডেস্ক::
‘মুজিব বর্ষে বৃক্ষ রোপণ, সোনার বাংলার স্বপ্ন বপন’ স্লোগান নিয়ে সারাদেশে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের শহীদ মোস্তফা কামাল লাইনে একটি গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সেনাপ্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সৌন্দর্য বর্ধনের বাইরেও বনজ ও ফলজ গাছের চারা রোপণ করলে ৫ থেকে ৭ বছরের মধ্যে গাছে ফল ধরলে সেটা দেশের মানুষ খেতে পারবে।
এ সময় তিনি আরও বলেন, এ কর্মসূচি আজ শুরু হলেও এটি আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে।
সেনাপ্রধান বলেন, সবার প্রতি অনুরোধ থাকবে সৌন্দর্য বর্ধনের বাইরেও ওষধি ও ফলজ গাছ লাগাবেন। ৭ বছর ফল দেবে বা ১০ বছর দেবে আমি না থাকলেও বাংলাদেশের মানুষ সেটি খেতে পারবে।
ঢাকা সেনানিবাস, জলসিঁড়ি ও ডিওএইচএস সমূহে ১০ হাজার ৫২৪টি চারা রোপণ করা হবে। ঢাকা সেনানিবাসসহ সারাদেশে ১ লাখ ৯৮ হাজার ৭৪টি চারা রোপণ করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।