মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর গাছুয়া ইউনিয়ন পরিষদের উদ্ভোধন ও পরিচিতি সভা উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। রবিবার বেলা ১১টায় গাছুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলতাফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জলিল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পু, সংরক্ষিত ইউপি সদস্য আয়শা আক্তার মনি, সামচুন্নাহার, তাসলিমা আক্তার, নবনির্বাচিত ইউপি সদস্য রুহুল আমিন, জাকির মাতুব্বর, জাকির বেপারী, দুলাল আহম্মেদ খান, সিপন হাওলাদার, সোহেল আকন, আবুল কালাম, জাকির হোসেন খান, রাশেদ মাতুব্বর, ইউনিয়ন যুবলীগের সভাপতি এবায়দুল আকন, যুবলীগ নেতা রেজাউল সিকদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন সরদার, সাধারন সম্পাদক হিমেল হাওলাদার, যুগ্ন-সাধারন সম্পাদক তারিফ হাওলাদার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উল্লেখ্য ২০০৩সালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটির উদ্ভোধন হলেও বিগত দিনে কোন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কার্যক্রম এখানে বসে পরিচালনা না করায় ভবনটি পরিত্যক্ত হয়ে ছিল। বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদ ভবনটি পরিস্কার- পরিচ্ছন্ন করিয়ে সেটির উদ্ভোধন করে আগামী দিনগুলোতে ইউনিয়ন কমপ্লেক্স ভবনে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম এখানে বসে হবে বলে ঘোষনা প্রদান করেন। তিনি আরও বলেন, ৪নং গাছুয়া ইউনিয়ন পরিষদ হবে সকলের জন্য উন্মুক্ত একটি জায়গা, এখানে সকল ভেদাভেদ ভুলে নাগরিক সুবিধা দিতে ইউনিয়ন বাসীর জন্য তার দরজা সব সময় খোলা রাখারও কথা জানিয়েছেন।