সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

উৎসুক বরিশালের নগরবাসী সাদিক আব্দুল্লাহর ভাগ্যে কী অপেক্ষা করছে

বিজলী ডেস্ক::

১৫ই ডিসেম্বরের বাকি মাত্র ২৪ ঘণ্টা। উন্মুখ হয়ে আছে বরিশালবাসী। এদিন ভাগ্য নির্ধারিত হবে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপ্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ প্রমাণসহ দাখিল করেছেন বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামিম। উভয়েই রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী হওয়ায় নির্বাচন কমিশন বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমেরিকা থেকে প্রমাণাদি সংগ্রহ করেছে। আগামীকাল ১৫ই ডিসেম্বর এ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি। সাদিক আব্দুল্লাহর সঙ্গে গত ৫ বছর ধরেই বিরোধ চলছে কর্নেল (অব) জাহিদ ফারুক শামিমের। রাজনৈতিক আধিপত্য বিস্তারের খেলায় দু’জনই ছিলেন মরিয়া। সাদিক বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটির সবটাই নিজের মতো করে গঠন করেছেন। ৩০টি ওয়ার্ড কমিটি তার নিজ হাতে গড়া।
তার পিতা বর্ষীয়ান প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। পিতা-পুত্র দু’জনই আওয়ামী লীগের পুরোটাই নিজেদের করে রেখেছেন। এসব কমিটি থেকে বাদ দেয়া হয়েছে জাহিদ ফারুকপন্থিদের। অপরদিকে, কেন্দ্রে প্রভাবশালী নেতাদের আর্শিবাদপুষ্ট কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম গত ৫ বছর যতটা সম্ভব সাদিককে রাজনৈতিকভাবে মোকাবিলা করে আসছেন। অভিযোগ আছে, তার সুপারিশে গত ৫ বছর বরিশাল সিটি করপোরেশনে কোনো টাকা বরাদ্দ আসেনি সরকারি তহবিল থেকে। জাহিদ ফারুক নিজে স্বীকার করেছেন, মেয়র পদে সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহকে তিনি মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। এই দু’জনের এভাইে বছরজুড়ে চলেছে প্রায় নীরব যুদ্ধ। মেয়র পদে মনোনয়ন না পেয়ে হতাশ হয়ে পড়েন সাদিক আব্দুল্লাহর সমর্থকরা। তখন থেকেই সাদিক এমপি পদে নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। নগরীতে ছাড়েন ফেস্টুন, ব্যানার। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নের জন্য চলে ব্যাপক তদবির। কিন্তু নৌকার মনোনয়ন দেয়া হয় কর্নেল (অব) জাহিদ ফারুক শামিমকে। সাদিক স্বতন্ত্র মনোনয়ন কেনেন। এতেই রাজনৈতিক হিসাব পাল্টে যেতে শুরু করে। সাদিকের হাতে মহানগর ও তার পিতার হাতে জেলা আওয়ামী লীগের সুতো থাকায় নির্বাচনে সহজে জিতে আসাটা জাহিদ ফারুকের জন্য কঠিন হয়ে পড়বে বলে মনে করা হয়। মাঠে নামেন জাহিদ ফারুক। তিনি নির্বাচন কমিশনে সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেন। তার অভিযোগপত্রে ছিল গুরুতর কয়েকটি বিষয়। সাদিকের আমেরিকায় দ্বৈত নাগরিকত্ব, স্ত্রীর নামে আমেরিকায় বাড়ি কেনা। নৌকা প্রার্থীর আইনজীবী শুনানিতে ‘৪১০৯০৪০০৭, এস আবদুল্লাহ, ৮৯-৬৮, ২১৫ প্লেস, কুইন্স ভিলেজ, নিউ- ১১৪২৭’ ঠিকানাকে সাদিক আবদুল্লাহর আমেরিকার নাগরিকত্বের কার্ডের তথ্য বলে দাবি করেন। সাদিক আব্দুল্লাহর আইনজীবী দাবি করেন এই এস আব্দুল্লাহ-সাদিক নন। এরই প্রেক্ষিতে সাদিক আবদুল্লাহ এবং তার স্ত্রীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে সম্পদ থাকার অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়ার সিদ্ধান্ত হয়। আর তার প্রার্থিতা স্থগিত রাখে ইসি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে আজ বৃহস্পতিবারের (১৪ই ডিসেম্বর) মধ্যে তা পাঠানোর জন্য বলেছে সংস্থাটি। আগামী ১৫ই ডিসেম্বর এ নিয়ে শুনানি হবে।
বরিশালে সাদিক এবং জাহিদ ফারুকের এ লড়াই নিয়ে উৎসুক নগরবাসীর মধ্যে দারুণ কৌতুহলের সৃষ্টি হয়েছে। এটি বরিশালের টক অব দ্য টাউন এখন। হোটেল রেস্তরাঁ, ক্লাব, বাসাবাড়ি সবখানে একই প্রশ্ন- ১৫ই ডিসেম্বর কি হবে। সবচেয়ে বেশি টেনশনে সাদিক এবং তার কর্মীরা। মনোনয়ন দাখিলের পর কোমর বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেলেন তারা। কিন্তু এখন মনোনয়ন নিয়ে তাদের শঙ্কা আঁকড়ে ধরেছে। সাদিক কি নির্বাচন করতে পারবেন, নাকি তার মনোনয়ন বাতিল হবে-এটা জানতেই সবার নজর আগামীকাল ১৫ই ডিসেম্বরের দিকে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা