মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৮
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) আয়োজিত এই প্রশিক্ষণের শিরোনাম— “Basics of Government Procurement for Relevant Officer”। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ । সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন—”আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি শুধুমাত্র নিয়ম-কানুন শেখার আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একজন প্রশাসনিক কর্মকর্তা ও প্রকৌশল সংশ্লিষ্ট কর্মচারীর পেশাগত নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা। সরকারি ক্রয় ব্যবস্থাপনা আজ আর শুধু টেন্ডার ও দরপত্রের বিষয় নয়, এটি এখন ডিজিটাল স্বচ্ছতা, সুশাসন ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কর্মকর্তারা যেন বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অধিক সচেতন হন, সেটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান তাঁর বক্তব্যে বলেন— “ক্রয় কার্যক্রমের প্রতিটি স্তরে যেমন থাকে নীতিমালার নির্ধারিত কাঠামো, তেমনি থাকে মানুষের সততা, বিবেক ও প্রশাসনিক বিচক্ষণতার ছাপ। এই প্রশিক্ষণ সেই মানবিক ও পেশাগত সংবেদনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার একটি মেলবন্ধন ঘটাবে বলে আমি বিশ্বাস করি।”

কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ বলেন—
“এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কর্মকর্তাদের শুধু দক্ষতা বৃদ্ধি করে না, বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে আরও বেশি গতিশীল ও জবাবদিহিমূলক করে তোলে। আমরা চাই আমাদের কর্মকর্তারা যেন জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা ও আস্থার প্রতীক হয়ে ওঠেন।”

দিনব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও দায়িত্বশীল প্রশিক্ষকগণ। সকাল ১১টায় ‘ICT Application in e-GP’ বিষয়ে বক্তব্য রাখেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সামছুজ্জামান। দুপুরে ‘RFQ Preparation and Procedures’ বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত) মো. ইউনুস শরীফ। নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর ‘Principals of Purchase’ বিষয়টি উপস্থাপন করেন ডেপুটি রেজিস্ট্রার (আইকিউএসি) ড. মো. আমিনুল ইসলাম টিটো।
বিকেলে ‘Finance Rules and Government Procurement’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. জাশিম উদ্দিন। দিনশেষে প্রশিক্ষণ কার্যক্রমের পুনরালোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম।

সন্ধ্যার আগ মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মাহবুব রব্বানী এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আছেন প্রফেসর ড. মো. নূর নবী। প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী ২৫ জুন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা