মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দড়িচরলক্ষীপুর গ্রামের নজির ডাক্তারের বাড়ীতে সিলিং ফ্যানের সাথে ওরনা পেছিয়ে আত্মহত্যা মনি বেগম (২৪)। জানা যায় গতকাল সন্ধ্যা ৬টায় নজির ডাক্তারের একতলা বিল্ডিং এর সিলিং ফ্যানের সাথে গলায় ওরনা পেচিয়ে ঝুলে আছে, মুলাদী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গইল ভাংগা গ্রামের মিন্টু হাওলাদার এর কন্যা মনি বেগম। গত ৭/৮ বছর পাতারচর গইলভাংগা বটতলা গ্রামের ফরিদ আকনের পুত্র রাজ্জাক আকনের সাথে বিয়ে হয়। বিয়ের পরে সন্তান না হওয়ার কারণে গত ২০ দিন যাবৎ মামার বাড়ীতে বেড়াতে আসে মৃত মনি বেগম। মৃত মনি বেগম এর আত্মীয় স্বজন জানান একটি পুত্র সন্তান পালক আনে মনি বেগম, শশুর, শাশুরী পালক সন্তানকে রেখে মনি বেগম এর উপর অত্যাচার করে তাকে বাড়ী পাঠিয়ে দেয়। ঘটনার সংবাদ মুলাদী থানাকে অবহিত করিলে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান গিয়ে ঝুলন্ত মনিবেগমকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন এবং লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মুলাদী থানায় একটি অপমৃত মামলা হয়েছে।