মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩০
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী: শহীদদের স্মরণসভায় মির্জা ফখরুল আজ (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে কমতে পারে বৃষ্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫- আহত ৩০ হাজারের বেশি: এইচআরএসএস কক্সবাজারে নারীদের হেনস্তা করা ফারুকুলের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই; ইসলামী ছাত্রশিবির বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস- এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকা নাশকতা ও সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ; উৎপাদনে ফিরেছে আশুলিয়ার পোশাক কারখানা আওয়ামী লীগের নেতৃত্ব নিতে চান না আইভী; বিশেষ প্রতিবেদন এবার ড. মুহাম্মদ ইউনূস সচিবদের বেশকিছু নির্দেশনা দিলেন বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনাহবে- তা দ্রুতেই দৃশ্যমান হবে : ড. সালেহউদ্দিন আহমেদ ফাতিমা তাসনিম আমার বোন নয়, গণঅধিকার পরিষদের নেত্রী ; উপদেষ্টা নাহিদ

মুলাদীতে মামার বাড়ীতে সিলিং ফ্যানের সাথে ওরনা পেছিয়ে আত্মহত্যা

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দড়িচরলক্ষীপুর গ্রামের নজির ডাক্তারের বাড়ীতে সিলিং ফ্যানের সাথে ওরনা পেছিয়ে আত্মহত্যা মনি বেগম (২৪)। জানা যায় গতকাল সন্ধ্যা ৬টায় নজির ডাক্তারের একতলা বিল্ডিং এর সিলিং ফ্যানের সাথে গলায় ওরনা পেচিয়ে ঝুলে আছে, মুলাদী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গইল ভাংগা গ্রামের মিন্টু হাওলাদার এর কন্যা মনি বেগম। গত ৭/৮ বছর পাতারচর গইলভাংগা বটতলা গ্রামের ফরিদ আকনের পুত্র রাজ্জাক আকনের সাথে বিয়ে হয়। বিয়ের পরে সন্তান না হওয়ার কারণে গত ২০ দিন যাবৎ মামার বাড়ীতে বেড়াতে আসে মৃত মনি বেগম। মৃত মনি বেগম এর আত্মীয় স্বজন জানান একটি পুত্র সন্তান পালক আনে মনি বেগম, শশুর, শাশুরী পালক সন্তানকে রেখে মনি বেগম এর উপর অত্যাচার করে তাকে বাড়ী পাঠিয়ে দেয়। ঘটনার সংবাদ মুলাদী থানাকে অবহিত করিলে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান গিয়ে ঝুলন্ত মনিবেগমকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন এবং লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মুলাদী থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা