রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৮
শিরোনাম :
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ৯ দিন মাঠে থাকবে ; স্বরাষ্ট্র উপদেষ্টা মাদারীপুরে জেলা প্রশাসক (ডিসি) দায়িত্বে জাহাঙ্গীর আলম সুদের টাকা চাইতে গিয়ে পটুয়াখালীতে যুবক খুন শনিবার সকাল ৬টার দিকে মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন শনিবার সকালে ঢাকায় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপির নেতারা জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ বন বিভাগের ফরেস্টার সুলতানুল আলম চৌধুরী কারাগারে দেশের সংস্কারপ্রক্রিয়ার জুলাই সনদ বাস্তবায়নে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত: আইন উপদেষ্টা

মুলাদীতে মামার বাড়ীতে সিলিং ফ্যানের সাথে ওরনা পেছিয়ে আত্মহত্যা

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দড়িচরলক্ষীপুর গ্রামের নজির ডাক্তারের বাড়ীতে সিলিং ফ্যানের সাথে ওরনা পেছিয়ে আত্মহত্যা মনি বেগম (২৪)। জানা যায় গতকাল সন্ধ্যা ৬টায় নজির ডাক্তারের একতলা বিল্ডিং এর সিলিং ফ্যানের সাথে গলায় ওরনা পেচিয়ে ঝুলে আছে, মুলাদী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গইল ভাংগা গ্রামের মিন্টু হাওলাদার এর কন্যা মনি বেগম। গত ৭/৮ বছর পাতারচর গইলভাংগা বটতলা গ্রামের ফরিদ আকনের পুত্র রাজ্জাক আকনের সাথে বিয়ে হয়। বিয়ের পরে সন্তান না হওয়ার কারণে গত ২০ দিন যাবৎ মামার বাড়ীতে বেড়াতে আসে মৃত মনি বেগম। মৃত মনি বেগম এর আত্মীয় স্বজন জানান একটি পুত্র সন্তান পালক আনে মনি বেগম, শশুর, শাশুরী পালক সন্তানকে রেখে মনি বেগম এর উপর অত্যাচার করে তাকে বাড়ী পাঠিয়ে দেয়। ঘটনার সংবাদ মুলাদী থানাকে অবহিত করিলে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান গিয়ে ঝুলন্ত মনিবেগমকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন এবং লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মুলাদী থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা