ডেক্স রিপোর্ট: ফিরোজা আমু স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বিজলী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক, কে.আর.এস এন্টারপ্রাইজের সত্বাধিকারী বি.এম. শফিকুল ইসলাম (শফিক) এর শুভ বিবাহ গত ১২ই মার্চ’ ২০ (বৃহস্পতিবার) ‘দা পার্টি প্যালেচ, আশকোনা, ঢাকা-১২৩০ সম্পন্নয় হয়েছে। নতুন দম্পতিদের জন্য বিজলী বার্তা পরিবারের পক্ষথেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও পরবর্তী জীবনে সুখে শান্তিতে কাটানোর জন্য অফূরন্ত শুভ কামনা।