বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৪০
শিরোনাম :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত

ঝালকাঠির গগণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত এজাজ হাসান

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি প্রতিনিধি\ ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের গগণ জিএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন অধ্যাপক এসএম এজাজ হাসান।

২২ মে বৃহস্পতিবার বরিশাল শিক্ষাবোর্ড, মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা -২০২৪ এর ৬৪(১)নং ধারা অনুযায়ী বশিবো/ বিঅ/২০২৫/২৪০০ নং স্মারকের এক পত্রে এ মনোনয়ন প্রদান করা হয়। এজাজ হাসান বিনয়কাঠি ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের ঐতিহ্যবাহী সিকদার বাড়ির সন্তান।

তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভুইয়া) ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক এবং সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও সদালাপী মানুষ।
এছাড়াও তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা এবং বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন । এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি সদস্য এসএম মুজিবুর রহমান, অভিভাবক সদস্য মো: কাওসার সিকদার ও সদস্য সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক রিপন হালদার।

এডহক কমিটির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান বলেন, প্রতিষ্ঠানটি আমার নিজ এলাকায় প্রতিষ্ঠিত।এলাকায় শিক্ষার আলো ছড়ানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটিতে উন্নয়নের ছোয়া লাগেনি। আমি সকলের সহযোগীতায় মান সম্মত শিক্ষার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ। এজন্য সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া কামনা করেন তিনি।

তাকে সভাপতি মনোনয়ন করায় বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান,স্কুল পরিদর্শক, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক কর্মচারী গণ ও কমিটির সদস্যবৃন্দকে তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা