শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৭
শিরোনাম :
দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা

বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান

রাতুল গাজী (ঝালকাঠী)::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি -২ আসনের জনমানুষের নেতা সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও দেশের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। তাঁর এই বার্তায় ঈদের আনন্দ, সামাজিক ঐক্য, গণতন্ত্র রক্ষা এবং জাতীয় উন্নয়নের বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে।

জননেতা নান্নু তাঁর বার্তায় উল্লেখ করেছেন, “ঈদুল আজহা আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ ও ত্যাগের মহান শিক্ষা বহন করে। নবী ইব্রাহিম (আ.) এর সাহস ও ঈমানের গল্প থেকে আমরা শিখি কীভাবে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই পবিত্র উৎসবে আমরা নিজেদের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করার সুযোগ পাই” ।

তিনি আরও যোগ করেন, “বর্তমান সময়ে আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করা অত্যন্ত জরুরি। আমাদের রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”।

বিএনপি এ নেতা যুবসমাজকে বিশেষভাবে উদ্দেশ্য করে বলেন, “তোমরাই হচ্ছ এই জাতির ভবিষ্যত নেতৃত্ব। নিজেদের যোগ্যতা, সততা ও দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে।”

মাহাবুবুল হক নান্নু তাঁর বার্তায় জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, “আমরা গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের পক্ষে অবিচলভাবে কাজ করে যাচ্ছি। ঈদের এই পবিত্র সময়ে আমি সকলকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জাতীয় ঐক্য গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানাই” ।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলীয় কর্মসূচিগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। এটিই হবে আমাদের ঈদের প্রকৃত শিক্ষা” ।

করোনা পরিস্থিতি স্মরণ করে নান্নু বলেন, “আমরা গত কয়েক বছরে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব বুঝতে শিখেছি। ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি সকলকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে চলার আহ্বান জানাই।”

তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান যারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে নিরলস কাজ করছেন ।

ঝালকাঠি জেলায় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি দেখা গেছে। সম্প্রতি গাভারামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলীয় নেতারা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন । অন্যদিকে, রাষ্ট্রীয় ঈদ শুভেচ্ছা কার্ডে ঝালকাঠির প্রতিভাবান মেয়ে জয়িতার আঁকা ছবি স্থান পেয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ।

মাহাবুবুল হক নান্নুর এই ঈদ বার্তা ঝালকাঠি জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে বলে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে। ঈদের এই পবিত্র সময়ে রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান সকল স্তরের মানুষের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা