রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৫
শিরোনাম :
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ৯ দিন মাঠে থাকবে ; স্বরাষ্ট্র উপদেষ্টা মাদারীপুরে জেলা প্রশাসক (ডিসি) দায়িত্বে জাহাঙ্গীর আলম সুদের টাকা চাইতে গিয়ে পটুয়াখালীতে যুবক খুন শনিবার সকাল ৬টার দিকে মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন শনিবার সকালে ঢাকায় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপির নেতারা জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ বন বিভাগের ফরেস্টার সুলতানুল আলম চৌধুরী কারাগারে দেশের সংস্কারপ্রক্রিয়ার জুলাই সনদ বাস্তবায়নে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত: আইন উপদেষ্টা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া দাফন সম্পন্ন।

মোঃ নুরুজ্জামান খান (দুমকি-পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ মিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন ) বিকেলে নিজ বাড়িতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। দুমকি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার পুষ্প রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুমকি থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।

এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন , ডেপুটি কমান্ডার মো: সোহরাব শরীফ, বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম রাজ্জাক খান,আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া জলিশা গ্রামে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম মো: হানিফ তিন ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা