মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৩
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত!

মোঃ নুরুজ্জামান খান (দুমকী-পটুয়াখালী)ঃঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, চাঁদার টাকা না পেয়ে পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলামকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৫জুন) দুপুরে নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে ৫নং ওয়ার্ডের সুবিধাভুগী জেলেদের বরাদ্ধকৃত চাউল বিতরণ কালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে ৪ ও ৫নং ওয়ার্ডের সুবিধাভোগী জেলেদের বরাদ্ধকৃত চাউল বিতরণ কালে হোসাইন ও হৃদয়নামে দুই যুবক এসে চেয়ারম্যানের সাথে কথা আছে বলে একটু সরিয়ে নিয়ে তার উপর চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ সময় তারা বলতে থাকেন আমরা চেয়ারম্যানের কাছে টাকা পাব।

এ বিষয় ইউপি চেয়ারম্যান বিজলী বার্তাকে বলেন বেশ কিছুদিন যাবত এরা আমার কাছে চাঁদা দাবী করে আসছে। আমি জেলেদের চাল বিতরণ করতে নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে গেলে হোসাইন ও হৃদয় নামের দুই যুবক আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন। উপস্থিত জনতা ক্ষিপ্ত হলে তারা দ্রুত সটকে পরে।

এ বিষয় অভিযুক্ত হোসাইন প্রতিবেদককে বলেন আমি আমার পাওনা টাকা চাইতে গেছি চাঁদা দাবীর অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও বলেন চেয়ারম্যান গাজী নজরুল সম্পর্কে আমার মামা। এক বছর পূর্বে আমার ও আত্মীয় স্বজনের কাছ থেকে ৪টি টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেয়। একবছর যাবত টিউবওয়েল দিতে না পারায় টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। রাতে তাকে মোবাইলে কল করলে তিনি আমাকে বলে তুমি আমার কাছে চাঁদা দাবী কর?

নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে জেলেদের চাল বিতরণ করে এ সংবাদ পেয়ে আমি আমার পাওনা টাকা চাইতে গেলে আমাকে চাঁদাবাজ বলে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় ।

এ ব্যপারে দুমকি থানা অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন বিষয়টি আমি অবহিত নই এবং এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই।।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা