অনলাইন ডেস্ক::
বিশ্বজুড়ে ক্রমেই বৈরি হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। যুক্তরাষ্ট্র, চীন, ফিলিপাইন, ভারত, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে নজিরবিহীন বন্যা।
জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে বৃষ্টিপাত। যার কারণে বেড়েছে বন্যার ভয়াবহতাও।
এক হাজার বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে চীন। দেশটির হেনান প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু হয়েছে। হেনানের ঝেংঝু শহরে মাত্র তিনদিনেই ২৪ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যা সাধারণত শহরটিতে একবছরের বৃষ্টিপাতের সমান। এখন পর্যন্ত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৯ লাখের বেশি মানুষকে। বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাতে ২৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।